প্রকাশিত: Tue, Aug 1, 2023 10:47 PM
আপডেট: Wed, Feb 5, 2025 5:47 PM

[১]পদ্মা সেতুতে হবে বিশ^কাপ ট্রফির ফটোসেশন

সাঈদুর রহমান: [২] আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ^কাপের ১৩তম আসর। এর আগে ভ্রমণ করবে বিশ^কাপের ট্রফি। এই ভ্রমণের অংশ হিসেবে আগামী ৭ জুলাই তিন দিনের সফরে বাংলাদেশে আসবে বিশ^কাপের ট্রফি। বর্তমানে ট্রফিটি পাকিস্তানে রয়েছে। সেখান থেকে শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে আসবে। বাংলাদেশ থেকে ১০ আগস্ট কুয়েতে যাবে বিশ্বকাপ ট্রফিটি।

[৩] বাংলাদেশ ক্রিকেট বোডের্র (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, এবার পদ্মা সেতুতে যাবে বিশ্বকাপের ট্রফি। সেখানেই ফটোসেশন হতে পারে। এর আগে, জাতীয় সংসদ ভবনের সামনে ফটোসেশন করা হয়েছিল। এবার বিসিবির পরিকল্পনায় পদ্মা সেতু।

[৪] তিনি বলেন, শুধু ফটোসেশনের জন্য ট্রফি যাবে পদ্মা সেতুতে। সাধারণ দর্শক বিবেচনায় ঢাকার বড় কোনো শপিং মলে ট্রফি প্রদর্শনের ব্যবস্থা করবে বিসিবি। এখন পর্যন্ত যা আলোচনা, তাতে ট্রফি প্রদর্শনের ব্যবস্থা হতে পারে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। আর হোম অব ক্রিকেট গ্রাউন্ড শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের ট্রফির সঙ্গে ফটোসেশন হবে।

[৫] আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিসের ভাষ্য, আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ট্রফি সফর শুরু হচ্ছে। সফরকালে সেটি প্রতিটি দেশের রাষ্ট্র প্রধানদের সঙ্গে দেখা করবে। সাধারণ মানুষদের দর্শন দেবে। এ ছাড়া ক্রিকেট উন্নয়ন কর্মসূচিতে সহায়তা করবে। ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ জায়গাগুলোও পরিদর্শন করবে। ক্রিকেটে এক বিলিয়নেরও বেশি ভক্ত রয়েছে। আমরা যতটা সম্ভব চেষ্টা করছি, ট্রফিটি তাদের কাছাকাছি নিয়ে যেতে। ট্রফির সঙ্গে কিংবদন্তিদেরও দেখা তারা পেয়ে যাবেন। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া